নিত্য নূতন ভাবে দেখিতেছি এই ভবে
যখন যে ভাবে ডোবে আমার মন ।।
সাকার কি নিরাকার, করিনা সেই বিচার
যখন ধরে যে আকার, তাতেই ডোবে মন
রসের নাগরী, রুপের মাধুরী
পূর্ণ পুরাতন হরি, নিত্যই যে নূতন ।।
করেছো কৌশল কাণ্ড, খণ্ডে খণ্ডে অখণ্ড
এই বিশ্ব ব্রহ্মাণ্ড ইচ্ছাতেই গঠন
কে বোঝে তোমার মর্ম, পিশাচেতে পাপ কর্ম
ধার্মিকের কাছে ধর্মকর্ম করো উপার্জন ।।