জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৩০

বিচার করলে নাইরে বিভেদ, কে হিন্দু কে মুসলমান
রক্ত মাংস একই বটে, সবার ঘটে একই প্রাণ ।।
জীবন যারে বলা হয়, সে তো সুন্দর দেহ নয়
প্রাণ সম্বন্ধে জগতময়, সবাতে তার এক সন্ধান ।।
মাথাতে মস্তিষ্ক থাকে, মলমূত্র পেটেতে রাখে
পায়ে হাটে চোখে দেখে, একই বায়ু করে পান ।।
বাতাস খেয়ে জীবন বাঁচে, বায়ুতে পরাণ আছে
পরমায়ূ তারই কাছে, একজনে করেছে দান ।।
একই যদি সবার গোড়া, আছে যখন স্বীকার করা
ভিন্ন করে ভবে কারা, দিয়ে গেলো বিভেদের জ্ঞান ?
খাওয়া পরা চালচলনে, ভিন্ন হইয়া ভিন্ন মনে
যার তার ভাবে নিচ্ছি টেনে, হরি আল্লা ভগবান ।।
একের বিচার কোথায় গেলো, পরম কীসে চিনা হলো
জালাল উদ্দীন ঠেকে রইলো, গাইলো শুধু ভাবের গান ।।