আমারে বানাইলা অনাথিনী, ও প্রাণ বন্ধুয়া
কই গেলা করিয়া পাগলিনী ।।
বন্ধুরে, মনে কি পড়েনা তোমার, রাখছিলা আরশ মাঝার
মধুর নামে শুনাইতা ধ্বনি
কপালেরই কিবা দোষে, পাঠাইলা এই বিদেশে গো
কোথায় আছো, কেমন বেশে, নিশ্চয় না জানিও ।।
বন্ধুরে, মানব রুপে এ সংসারে, পাঠাইলা আব্দুল্লার ঘরে
প্রেমের খেল আমি কিবা জানি
শেষে আবার আশা দিয়া, মেহেরাজ মনতাহার নিয়া গো
সত্তুর হাজার পরদার নীচে, রহিলে গোপনীয় ।।
বন্ধুরে, তোমার রুপ দেখাবে বলে, কোহে তুর মুসাকে নিলে
নূরের জ্যোতি দেখাইলে, কইলে লানতারানি
পাহাড় পুড়িয়া যায়, মুসা নাহি জ্বলে তায় গো
এই ভাবনায় আশেক পাগল, আকূল পরাণিও ।।