পাপে তোমার দুনিয়াই ঘেরা, পাপ ছবি তাই এঁকেছি
মাফ করিবে বলে খোদা, এইবার তোমায় ডেকেছি ।।
একা আমি আসিনাই আর, তুমিও সঙ্গে এসেছো
সারাজীবন কতই করে, ভালো আমায় বেসেছো
ধরা দিয়ে প্রাণে আছো, সবেই মনে রেখেছি ।।
পাপের যত দোকান পাতা, পাপেরই সব কারখানা
স্বার্থের মাঝে পাপ রয়েছে, নইলে সংসার চলেনা
কি করি তাই পথ দেখিনা, দিশেহারা হয়েছি ।।
সময়েতে স্বভাব টানে, সবেই তোমার হাতের দান
যেমনি যখন বাজাইলে, তেমনি ভাবে গাইলাম গান
আকূল হয়ে উঠেছে প্রাণ, বিষম দায়ে ঠেকেছি ।।
জন্ম দিয়াই সঙ্গে পাঠাও, আজলের এই অভিশাপ
খেয়ালের বশে জালাল শেষে, করে যদি কোনো পাপ
তাও তুমি করবেনা মাফ, বাপরে বাপ, গোলক ধাধায় পড়েছি ।।