কোথা হতে এলে তুমি, কই যাবি রে মন
ঠিক ঠিকানা জানো কিনা, কোন দেশে তোর জন্ম ধারণ ?
স্থূলে কারও নাইরে ভুল, প্রবর্তে হয় গণ্ডগোল
সাধক সিদ্ধি দুই সমতুল, করিলে সাধন ভজন
কোন রসে আছো মজিয়ে, গুরু গোসাই না ভজিয়ে
পিছের পানে দেখনা চেয়ে, ঘুরিতেছে কাল শমন ।।
ঐ যে তোমার বসতবাড়ি, লাগছে ভূতের মারামারি
যেতে চাইলে রাজ্য ছাড়ি, মন বেপারী করে বারণ ।।
কোথায় যাবে আঁধার রাতে, পড়ে থাকো আমার সাথে
ধরে নিবো হাতে হাতে, ভাবনা চিন্তার নাই কারণ ।।
আছে একটি চোরের দল, জানে তারা কতই কৌশল
সিধ কাটিয়া নিচ্ছে সকল, বাকী মাত্র প্রাণে মরণ ।।
নয় দরজায় কাটা দিয়া, রাখছে সব পথ বান্ধিয়া
ডাক দিবে যে বাহির হইয়া, এমন যোগাড় নাই কখন ।।
ষোলো জন চৌকিদারে, পরম সুখে খায় সরকারে
ঘুমের ঘোরে বারে বারে, দেখিতেছে এই স্বপন
পুষ্করিণী নিলো চোরে, চান সুরুজ পাতালে ঘোরে
জালালে কয় হৃদয়পুরে, কানাইলালের তিন আসন ।।