বাতাস তোরে ধরবো কী কৌশলে
জীবন ভরে উঠাপড়া, রাত্র দিবাই সমান চলে ।।
প্রাণায়াম কি রুদ্ধশ্বাসে, দেখলাম কত ধ্যানে বসে
আসন ভাঙ্গলে আবার শেষে তেমনি করেই চলে
কুম্ভকে যায় দু এক প্রহর, শক্তি সঞ্চয় হলে
কয়জন বোঝে এসব কর্ম, সাধন পথে নাহি গেলে ।।
কামারের হাইতনা তাওয়া, ঘুমাইলেও আসা যাওয়া
পারা যায়না হিসাব লওয়া, বে হিসাবেই চলে
একুশ হাজার ছয়শত বার, সাধু সিদ্ধায় বলে
আয়ু বৃদ্ধি হইতে পারে, কমতি করে ছাড়তে পারলে ।।
সকাল বিকাল রাত দুপুরে, ঐ যে গাছের পাতা নড়ে
তাই কি আসলো আন্ধার ঘরে, নাকের ছিদ্র নালে
কেন আসে কেন বা যায়, বুঝিনা কোন তালে
খুদি খোদার শৃঙ্গার বটে, ভেবে জালাল উদ্দিন বলে ।।