জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১১১

সাধন করবি যদি তোরা
হাইতনা তাওয়ায় দিবানিশি, হয়ে যাওগে কামার পোড়া ।।
শেষে যাবে লাল বাজারে, চারি রঙের নিশান ওড়ে
অগ্নির মতো ধুধু করে, মধ্যে জিনিস ভরা
হে হরফের চাবি দিয়ে, সদায় গিয়ে ঘুরা
তালা খুললে নয়ন মেলে, দেখবে সাদা তিন কোটরা ।।
তিন তালাতে এক নাম ফোটে, হাহাকার এক শব্দ ওঠে
ঢেউ লাগে ত্রিবেণীর ঘাটে, দেখছে রসিক যারা
ভালবাসা ভবের আশা, মিটাইয়াছে তারা
ঘুমের ঘোরে রইলে পড়ে, দৌড়াইলেনা দমের ঘোড়া ।।
মোরাকাবার মাঠে ঘুরে, মোশাহেদা আমল করে
লা মোকামে লাগাম দিয়া, সদায় গিয়ে দৌড়া
উল্টা পথে ছাড়গে অশ্ব, নইলে যাবে মারা
দিন থাকিতে হওরে স্বাধীন, পিছনে যমদূত খাড়া ।।
জালাল বলে স্বভাব নিতে, পারিলামনা এ জগতে
হিন্দু কি মোসলমান জাতে, একই ভাবে গড়া
একই মায়ের লক্ষ সন্তান, কেউ কারো নয় ছাড়া
ভক্তি শক্তি মুক্তির পথে, শরীয়তে মারফত ঘেরা ।।