জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৮৪

মানুষ ছুরতে আপন কুদরতে
রয়েছে ছাপিয়া রব্বুল আলামিন
মানুষের আশ্রয় করে এসেছো সংসারে
মানুষ নিয়া উঠে পড়ে আছো রাত্রদিন
মানুষেরই সঙ্গে প্রেমের তরঙ্গে
পরম জানিয়া অঙ্গে তারে গিয়া চিন ।।
যত ধর্ম ভবে রয়, মানুষ ভজিতে কয়
মানুষ বিনে তার পরিচয় কে পায় কোনদিন ?
বৌদ্ধ হিন্দু খ্রিস্টিয়ান, ইহুদী আর মুসলমান
বলেছে খোদা বিদ্যমান, সন্দেহ বিহীন ।।
সর্বমতে সাক্ষ্য হয়, সেকথা মিথ্যা নয়
খুজে লও তত্ব বিষয়, না বুঝিয়া ভিন
সাকারেতে আকার, বিশ্বময় বিধাতার
জালালে কয় প্রেমের ভাণ্ডার মানুষেই বিলীন ।।