জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৭৫

নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়
নামের বলে অকূল জলে পাথরও ভাসিয়া যায় ।।
পান করিলে নামের সুধা, থাকতে নারে ভব ক্ষুধা
যে নামেতে ছিলো বাধা গৌড় নিতাই নদীয়ায় ।।
হনুমান হয়ে ভক্ত, নাম ধরেছিলো খুবই শক্ত
রাম নামে তার বুকের রক্ত, চিরিয়া সীতারে দেখায় ।।
নাম ধরে তার ডাকবে যদি, রবেনা আর কোনো ব্যাধি
সে বিনে নাই কার্য সিদ্ধি, যায় যদি কেউ গাছতলায় ।।
বৃক্ষ লতা পশু পাখি, নাম নিতে কেউ নাইরে বাকী
জালালে কয় জ্ঞানের আখি, খুললে সবই দেখা যায় ।।