ইনছারি জানিতে পারে, আমারি এই দিলের খবর
খোদই খোদা, নহে জুদা, অভেদ নাহি পরস্পর ।।
আগম নিগম গায়েবী ধন, আমাতে রয়েছে গোপন
তুমি নিদ্রা আমি স্বপন, ঘুম ভাঙিলেই একস্তর ।।
আকাশেরই ফুল ফুটাইয়া, দেও আমার এই দিল খুলিয়া
পড়ে থাকি খুদি নিয়া, লোক চক্ষেরই অগোচর ।।
তাজাল্লি শান ভাসাও তোমার, পুলছেরাত করিয়া পার
দেখাইয়া সেই নূরের দিদার, শান্ত করো মোর অন্তর ।।
দালান কোঠায় মানুষ নাই, বন জঙ্গলে গেছে সবাই
পুড়তে পুড়তে হয়ে রে ছাই, ঘর ছেড়ে আজ দেশান্তর ।।
বেহেশতো দোজখ চাহিনা আর, শুধু মোরে দেওগো দিদার
জালালি রুপ দেখাও তোমার, রইলে যখন মোর ভিতর ।।