আমার মতো হাড়ে শক্ত লোক-ভক্ত, না আছে আর দু একজন
অগ্রগণ্য মানুষ বলেই স্বনামধন্য রই সর্বক্ষণ ।।
শাজাহানের শালার বিয়াই, তারি বংশে জন্ম নিয়াই
গৌরব আমি করে বেড়াই, এই কথা রাখিও স্মরণ ।।
আগে ছিলো জমিদারী, দালান কোঠা ঘোড়ার গাড়ি
আজ যদিও ভাত নাই পেটে, দেমাগ ছুটবে কি কারণ ?
উচ্চবংশে জন্ম নিয়াই, লেখাপড়া আর শিখিনাই
পদে পদে ঠেকেছি তাই, চলেনা আজ ভরণপোষণ ।।
যতসব বাবু মিঞা, সবাই কিন্তু আমায় দিয়া
হইয়াছে গৌরবের ভাগী, পাইয়া গেছে উচ্চাসন ।।
জালালে কয় নমস্কার, কি দিবো সেই পুরস্কার
গলাধাক্কা লয়ে এবার পায়ে পায়ে কর গমন ।।