জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৬৬

মানুষ যারা ছেড়ে গেলো, নাম মরেনাই দুনিয়ায়
আসা যাওয়া ঘুরে ফিরে, প্রমাণে তাই বোঝা যায় ।।
জিন্দা গোরে তাজা রুহু, আওলিয়াদের হয় নিরব
শিয়াল কুকুর আর শয়তানেরা করছে যত কলরব
পুণ্যের জন্য ধন্য আরব, বলছি সবে কথার কথায় ।।
বিশ্ব বাগে অনুরাগে, ফুল ফোটে রোজ বিহানে
লাখে ঝরে লাখ বাগিচায়, কে তারে তুলিয়া আনে
যেজন মুগ্ধ যাহার ঘ্রাণে, সেই তো শুধু তারে চায় ।।
রসিক যারা কাল ভ্রমরা, চিরদিন ফুল চিনিবে
জহুরী সব কাঁচ ফেলিয়া, রতন কাঞ্চন কিনিবে
কাঁচেতেই কাঞ্চন মিলিবে, খুজে নেওয়া বড় দায় ।।
মনের দড়ি ছিড়ে গেলেও, পায়ের শিকলে পড়বে টান
তাইতে মানুষ বুঝতে পারবে, হয়নি আজো মুক্তিদান
বদ্ধ হলে বাতাস উজান, ঠিক নাই কেবা যায় কোথায় ।।
কাঁদবে সেদিন জীব জানোয়ার, আর যত সব গাছের ফুল
শুকাইলে এই গাঙ্গের পানি, কানতে থাকবে দুইটি কূল
জালালে কয় মনরে বেভুল, দিন গেলো তোর ভাবনায় ।।