আর কতকাল সইবো গো শ্যাম, পীরিতের বিরহ
কই গেলো আমারে থুইয়া, সেই কথা আজ কহো গো ।।
মাছে করে পানির আশা, বোনের আশা ভাই
মুই দুঃখিনীর এই দুনিয়ায় কোনো আশাই নাই গো ।।
হইয়াছে দরদীহারা, কইবার জায়গা নাই
অন্তরায় লাগিছে আগুন, কি দিয়া নিভাই গো ।।
ছিলাম শ্যামের সোহাগিনী, করতাম যে বড়াই
পথের কাঙাল হয়ে এখন দেশ বিদেশ ঘুরাই গো ।।
মনচোরে মন নিয়াছে, তারে আর যে না পাই
পুড়তে পুড়তে প্রেমাগুনে হইয়া গেলাম ছাই গো ।।