মরলে পরে শূণ্য ভরে যাবো উড়ে
একদম আমার খোদার ধারে ।।
যত কিছুই করা হইবে, ভুল পড়িবে
গেলে দরিয়ার অপর পাড়ে
আবার ফিরে আসতে হেথা রয় মমতা
কাজ ফুরাইলোনা জনম ভরে ।।
কত কিছু কষ্ট পাইলাম, হাজার ছালাম
আর দিওনা জন্মান্তরে
এবার আমায় নেও ছাড়াইয়া, আরাম দিয়া
রাখ নিয়া চিরতরে ।।
সাধু ভক্ত জ্ঞানী গুণী, সবেই জানি
চলে গেছে এক দুই করে
ফিরিয়া যে আর এলোনা কেউ কইলোনা
কেমনে কোথায় বিরাজ করে ।।
সুখ পাইলোনা হেথায় যারা, ঘুরবে তারা
শান্তির আশায় চিরতরে
জালাল বলে ফুল্ল মনে, এ জীবনে
রয়ে গেলাম আপন ঘরে ।।