কি খেলা খেলাও সাঁই, সামনে থুইয়া দেখিনাই
চিনির পুতুল বানাইয়া করছো ছলনা
ধন জন সব তোমার, কিছু নহে আমার
ভাবনা অসার কেবল মিছে যন্ত্রণা
তুমি যখন ছেড়ে যাও, রয়না মুখে শব্দ রাও
পাষাণে ভাঙিলে মাথা, বাক্য সরে না ।।
রক্ত মাংস যোগ করিয়া, সামান্য বাতাস নিয়া
ভরিয়া রাখিলে কই, খুজে পেলেম না
এক মূহুর্ত ভিন্ন নও, আমার মুখে কথা কও
যোগের বিয়োগ তুমি আমি, পূরণ একজনা ।।
তোমারই ইচ্ছামতে চলতে হয় যার তার পথে
হাসাও কাঁদাও কত, যেমন বাসনা
পুতলার মাথায় তার বাধিয়া, মনের সাধে নাচাইয়া
যদি তুমি দেও ছাড়িয়া, নাচতে পারে না ।।