তারে সহজে না মিলে
আকাশে পাতালে পায়না, ভেসে ওঠে ঢেউয়ের জলে ।।
শ্রীকলায় সেই মানুষ থাকে, ত্রিবেণীর উজান বাঁকে
কেউ নাহি তার খবর রাখে, আদমপুরে চলে
আদমি আদম খোদা এক দম, দুজনাতে মিলে
ধরম করম জ্ঞান চরিত্র, দমে যোগায় আপন দিলে ।।
যত কিছু এ জগতে, সবেই পয়দা এক সিফতে
খেইল পাতিয়া জাতে জাতে, ঘুরছে প্রেমের কলে
মানুষের ভিতরে মানুষ, পরশমণি জ্বলে
অন্তরে অনন্ত লীলা, দেখবে আত্মসাধন হলে ।।
যেজন ভাসে দর্পনেতে, সেই মানুষ সব হৃদয়েতে
জাগ্রত হয় কুম্ভকেতে, নিঃশ্বাসেতে চলে
খোদ বলো কি খোদাই বলো, যার তার সাধন বলে
সেই মানুষ তোর আপন বটে, ফাকে পড়ে হারাইলে ।।
রুপের সিদ্ধি করছে যারা, অধরাকে ধরছে তারা
আপনার ছবি সামনে খাড়া, ভেবে কয় জালালে
সেই আলোকে আঁধার নাশে, তত্বজ্ঞান শিখিলে
আলোক চেয়ে রাস্তা ধর, থাকে যদি কর্মফলে ।।