জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৩৩

জনম কেন হলো তবে
মাটির কায়া ছেড়ে যদি, পলাইয়া যেতে হবে ।।
ঐযে সকল মাটির গড়া, রঙ্গের পরিপাটি করা
ভিতরে তার প্রাণ ভোমরা, ঠেকছে মায়ার লোভে
কুমারিয়া পোকার মতো ঘর বাধিয়া সবে
আপনারই রুপ চাহিয়া, বিশ্বরুপে মিশাইবে ।।
কী কৌশলে ঘর বাঁধিয়ে, তার ভিতরে রয় ছাপিয়ে
একটি পুরুষ একটি মেয়ে, জোড়া বানায় ভবে
প্রেমের ঐ আশ্চর্য খেলা, বুঝবে কে আর কবে
মানুষ দিয়া মানুষ বানাইয়া, প্রেমে বদ্ধ রাখছে সবে ।।
খেলা ভাঙলে শুধু ভাণ্ড, থাকিবেনা কৌশল কাণ্ড
করিয়ে সব লণ্ডভণ্ড, জাতে মিশে যাবে
জালালে কয় মানবকূলে জন্ম লইয়া ভবে
যাবার কালে দুইটি জিনিষ, সকলেরই সঙ্গী হবে ।।