জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৯২

একদিন হইবে দেখা উজানি নগরে, প্রাণের পাখিরে
শেষের দিন হইবে দেখা ত্রিবেণীয়ার পাড়ে ।।
পাখিরে, যে পিঞ্জরে তোর বসতি, খেয়ে শুয়ে দিবারাতি
কু বুলি বলিছো রঙ্গে, আমায় দিয়ে ফাকি ।।
যে নাম দিয়েছিলাম কানে, সে কি তোমার আছে মনে
থাকতে যদি দিবানিশি, হইতো দেখাদেখি, প্রাণের পাখিরে ।।
পাখিরে, যে পিঞ্জরে ঘুমাইলে, তার খবর নাহি নিলে
নিজের দোষে ভুল করিলে, ঘোর হইলো আখি
আমি আছি তোমায় চাইয়া, নামের কাঙাল হইয়া
আসা যাওয়া এক দুয়ারে, অষ্টম কোঠায় থাকি, প্রাণের পাখিরে ।।
পাখিরে, নিজ ছুরতে দিলে দেখা, হবেনা পিঞ্জরে থাকা
সেই কারণে রাত্রদিনে করি লুকালুকি
জালাল উদ্দীন কয় ভাবিয়া, ত্রিবেণীর উজানে গিয়া
জিতে মরা হয়ে করবো প্রাণে মাখামাখি, প্রাণের পাখি রে ।।