জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৪৫

জন্মনিরোধ না করিলে, সুখ পাবেনা এ সংসারে
কিছুতেই যে আর কুলায়না, খাদ্যবস্তু ডাইল চাউল ধরে ।।
শতবর্ষ আগে যথায়, দশজন ছিলো লোক গণনায়
শতাধিক হইবে তথায় কমপক্ষে আজ হিসাব করে ।।
এই কারণেই ভাতের কষ্ট, অভাবেতে স্বভাব নষ্ট
দস্যুবৃত্তি বাড়ছে কত রকম রকম অনাচারে ।।
মাটি নাহি বাড়বে রে আর, কোথা হতে জুটবে আহার
ভাবিলে না আছে কিনার, মরতে হবে অনাহারে ।।
সংসারে আজ নাইরে বিচার, পদে পদে ঘোর অবিচার
চোরেরা আজ নেয় পুরস্কার, জুতা মারে সাধুর ঘাড়ে ।।
যদি করো আর বিয়েশাদী, আপনি হবে আপন বাদী
জীবন যাবে কেবল কেঁদে, হাসতে সময় পাবি নারে ।।