অভাব আসিলো, সুখ শান্তি গেলো
প্রাণে তো আর সহে না ।।
রোদে মেঘে পড়ে সদা ক্ষেতে দেই চাষ
ফসল ফলেনা ভালো, গরুতে খায় ঘাস
পাটের মূল্য মাটি, সবেই আটা আটি
কিনতেই লাগে দেড়া দুনা ।।
চোরাবাজারে দেখি শুধু পয়সার নাচ
আঙ্গুল ফুলিয়ে কত হইলো কলাগাছ
এমএ বিএল পড়ে, মহাজনের ঘরে
চাকুরী আর মিলেনা ।।
ধোপা নাপিতের হলো এক দশা
ঢুলি মালী দুয়েই ঘরেতে বসা
জেলে হুক্কা টানে, যাবে কোনখানে
তাই করিতেছে ভাবনা ।।
চামার কামার যত, কারো শান্তি নাই
গাজা মদের দোকান খালি দেখতে পাই
খেমটাওয়ালী ভাবে, কিসে দিন যাবে
বেশ্যার বাবু আর আসেনা ।।
জালাল উদ্দিন বলে, যার ঘরে স্ত্রী নাই
সে যে বটে সুখি, আমার মতো ভাই
যথা ইচ্ছা যাবে, ঘুরিয়ে বেড়াবে
কোনো বিষয় নাই ভাবনা ।।