নূরে কামাল রুহেজ্জামাল, কালবে খোদা বর্তমান
খুদি না জাগাইলে খোদা, কেউরে নাহি যায় চিনান ।।
জায়নামাযে নজরবন্দী, অন্তর কেবল পয়সা চায়
মসজিদে মন্দিরে চলছে, স্বার্থ নিয়া অভিপ্রায়
ভিতরে কেউ নাহি যায়, বাইরে খোজে অন্ধের সমান ।।
শানে বরজক নূর তাজাল্লি, সময়েতে তালা খুলে
পীর তুয়াজ্জু নিলে পরে, তাই দিয়া রওশন জ্বলে
পোড়ে যারা প্রেমানলে, স্বরুপ নিয়াই করে ধ্যান ।।
নদী সাগর দূর দূরান্তে, রাখছে একটা মাটির কূল
মনের সীমা পাওয়া যায়না, স্বপ্নের মতো লাগে ভুল
গুল বাগিচায় ফুটিলে ফুল, ভ্রমর করে মধু পান ।।
মন হইয়াছে কু পদার্থ, ডাকতে একদিন চাইলো না
খোদা বদ্ধ খুদির মায়ায়, কেউ ছাড়া কেউ রইলো না
জালাল ভবে খোজ পাইলোনা, কোন আকাশে ভাসলো চান ।।