জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৪৭

বাংলাদেশে এসে গেলো আসামেরই কালাজ্বর
নারী পুরুষ কেউ বাকী নয়, রোগী দেখছি ঘরে ঘর ।।
বন্দ ভরা জমি যত, পতিত রইলো শতে শত
চাষ আবাদ নাই রীতিমত, ঘর গোষ্ঠীমান সব কাতর
কামলা ধরে চলেনা চাষ, গরুর পেটে নাহি যে ঘাস
এক্কেবারে মাসেক দেড়মাস, বান্ধা রয় গোয়ালের ভিতর ।।
কুইনাইনের মিকচারে, জ্বর কিন্তু নাহি ছাড়ে
জ্বর উঠিলে কাপিয়া মরে, মাথাটা হয় বেখবর
নারী পুরুষ বুড়া পোলা, সবার পেটেই লিভার পিলা
চুল পড়িয়া মাথা ছোলা, পাণ্ডু রোগের বরাবর ।।
আর এক ব্যাথা লাগে বুকে, শত শত মেয়েলোকে
কয়েকদিন ঔষধ খেয়ে গর্ভপাত হয় তাহার পর
রক্ত সবই হইলো পানি, রাতে দিনে গা খাজুয়ানি
গুইলের মতো চামড়াখানি, দেখতে লাগে ভয়ংকর ।।