ত্রিবেণীর ঘাটে রে মন বসে একজন
বাজায় একটি ভাবের বাঁশি ।।
মোহন বাঁশি শুনতে মধুর, বড়ই চতুর
বিশ্রাম নাইরে দিবানিশি
ব্রহ্মাণ্ডে প্রেমিক যারা, শোনে তারা
কুল ছাড়িয়ে হয় উদাসী ।।
সেই ঘাটে যায়না কখন, রবির কিরণ
চাঁদের আলো, পূর্ণমাসী
সে কথা যায়না বোঝা, শুনতে সোজা
ভাবতে গেলে ওঠে হাসি
হাসতে যেয়ে কাঁদে যারা, পাইলো তারা
কাজ নাই মক্কা গয়া কাশী
সদায় সে রুপ নেহার করে, আপন ঘরে
আপনি আপন প্রেম পিয়াসী ।।
জালালে কয়, হয় কি না হয়, সেই পরিচয়
আয় যাবি মন দেখে আসি
কুলমান যাকনা এবার, করবো কি আর
প্রাণে লইবো প্রেমের ফাঁসি ।।