জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৫৩

মনের মানুষ হৃদয় মাঝে খুজে দেখলে না
ধরতে তারে আপন ঘরে, ধ্যান রাখে ঐ সাধুজনা ।।
আট কোঠাতে ষোলো তলা, দ্বিদলে পাতিয়া খেলা
মণিপুর হয় মদন জ্বালা, হেথায় আছে আর এক থানা ।।
চতুর্দলে বিষের ফণী, দ্বাদশ দলে হংসমণি
সাঁতার দিয়ে যায় উজানি, দল সহস্রে লয় ঠিকানা ।।
ষোলো দল সাধনা হলে, দ্বিদলেতে যাবে চলে
পড়িতে হয় বিষম গোলে, গুরু ভজন যার হলোনা ।।
সাধিষ্ঠানের অধিষ্ঠাতা, মণিপুরে আছে গাঁথা
অনাহত পদ্মপাতা, ছিড়তে তোমরা কেউ যাইয়োনা ।।