শুকাইলো কমলের কলি, নতুন গাছের ডালে
পিয়ার লাগি শরীর কালের ভাসি নয়ন জলে
সবাই দেখে বন্ধুয়ার মুখ, নাই আমার কপালে গো সই ।।
কোকিল ডাকে পিউ পিউ, বুলবুল নাচে ডালে
মনের দুঃখ মনে রইলো, ঐ বসন্তের কালে গো সই ।।
বুকের জ্বালা বুকে রইলো, অঙ্গ যায়রে জ্বলে
পোড়া দেহ জুড়াইতাম, প্রাণবন্ধু আসিলে গো সই ।।
জালাল উদ্দিন আর কতকাল কাঁদিবে নিরলে
আনিয়া দেখাইও তারে, মরণেরই কালে গো সই ।।