শত জন্ম সাধন করে, ফল কি জীবের শিব না পাইলে
তুমি আমির মাঝখানেতে কি আছে, তাই না বুঝিলে ।।
ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনের, ঐশ্বর্য আর গুণে
সত্ত্ব রজ তম শক্তি, সৃষ্টি হয় ভুবনে
সেই তিন হইতে আত্মা বনে, বিচার করে না দেখিলে ।।
নিম্নদেহে আশ্রয় নিয়া, বাড়াইছে বাজার
বদ্ধ রাখছে প্রেমের সুতে, মায়াময় সংসার
দিন ফুরাইলে সবেই যার তার, আত্মীয়তা যায় বিফলে ।।
যক্ষ রক্ষ পশুপাখি, সৃষ্টিজগত লইয়া
রং বিরঙ্গে সাজলো একা, কোটি রুপ ধরিয়া
একের ঘরে একবার গিয়া পরমকে তুই না খুজিলে ।।
ব্রহ্মলোক রয় মস্তকেতে, সবের ঘটে ঘটে
স্বর্গ মর্ত্য এইখানেতে, জালালে কয় বটে
দূরে নয়, অতি নিকটে, পাওয়া যায় তার ধ্যান রাখিলে ।।