জীবন থাকতে সামনে পড়ে স্বরুপ ধরে
দেখা দিয়া যাও আমারে ।।
অখণ্ড সাঁই খণ্ড হইয়া, আছো বইয়া
আমার এই যে হৃদয়পুরে
নিদ্রাকালে স্বপ্নে আসো, সামনে ভাসো
নিজেই তুমি ইচ্ছা করে ।।
ডেকে আনবার সাধ্যতো নাই, হে আলেক সাঁই
দেখা দেও মোর নয়ন ভরে
তোমায় দেখে মরতে পারলে যাবো চলে
অমরার সেই অমরপুরে ।।
কেঁদে কহে জালাল উদ্দীন, আর কতদিন
থাকবো আমি আশার ঘরে
স্বরুপে তুই না আসিলে, প্রাণ ত্যাজিলে
দোষ পড়বে সব আমার ঘাড়ে ।।