জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৬৮

যে দেশে গিয়াছো চলে, ফেলে মোরে দুঃখানলে
সেই দেশে যাইবো বলে, মন হইয়াছে উড়াপাখি ।।
শিশুকালের ভালবাসা, ভুলে গিয়ে জাতি কূল
মনপ্রাণে মেখেছিলাম আমি তোমার চরণধুল
পারলামনা যে ভাব রাখিতে, সুখে দু চারদিন থাকিতে
জীবন শুধু গেলো কাঁদিতে, ঘোর হইয়াছে দুই আঁখি ।।
এসো বন্ধু কথা বলো, দেখে যাও এই অভাগীরে
নয়ন জলে গা ভিজাইয়া মাখছি মাটি ভবপারে
বিষের ছুরি দিয়া বুকে, মরবো এবার পরম সুখে
কাঁদিসনা কেউ আমায় দেখে, চান সুরুজ রহিলো সাক্ষী ।।