জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৬৭

যৌবন জোয়ারে, দেখে যাও আমারে
মধু মাখা দুটি ফুল ফুটেছে ।।
হইয়াছি হারা পরাণ ভোমরা
না জানি সে কোন বাগানে ধরা পড়েছে ।।
যাও তোরা সখিগণ, করিতে তার অন্বেষণ
বন্ধু বিনে ফোটা কমল বাসি হয়েছে ।।
প্রেম সরোবরের জল, করিয়া টলোমল
দিবানিশি উজান ধেয়ে চলেছে ।।
সুজন কাণ্ডারী ধরিলোনা পাড়ি
শুকনাতে প্রেমের তরী ঠেকে রয়েছে ।।
মিলন লাগিয়া রয়েছি চাহিয়া
আশা পূরাবে এসে কোন দিবসে ।।
জালালের বাণী, হইয়োনা পাগলিনী
শ্যাম গুণমণি হয়তো মন বুঝেছে ।।