আছে রে তার নামে মধু, খেয়ে সাধু
পার হয়ে যায় অকূল জলে
যে নাম হৃদয়পুরে, হাওয়ায় ঘুরে
আপনি আপন কথা বলে ।।
সেই নাম সঞ্জীবনী সুধা, রয় না ক্ষুধা
একদম সোদা না হইলে
আপনি বাঁশি বাজিলো যার, টুটলো আঁধার
ভয় কি তাহার ভূমণ্ডলে ?
আঁধার গেলে চন্দ্র ওঠে, ফুলটি ফোটে
সাধু জনের হৃদকমলে
মানুষেতে লইলে স্মরণ, জন্ম মরণ
জরা ব্যাধি সব দূরে চলে ।।
অন্তরে যার পরশমণি, অষ্ট ফণি
নিশ্বাসেতে আগুন জ্বলে
জালালে কয় দেহের ভিতর প্রেম সরোবর
চিনে না বেহুশের দলে ।।