জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৮০

ঘরে আর বাহিরে, সারাটি জীবন ভরে
কতভাবে শক্তি ধরে চালাইছে খোদায় ।।
পাঁচ পাঁচা পঁচিশের গুণে, কল চলে রাত্রদিনে
মন মহাজন মধ্যস্থানে বসে নিরালায়
অতি সুন্দর নকশা কাটা, গুরদাতে রয় পঞ্চ কোটা
পাঁচ জনা অতিথ বেটা, বাস করে হেথায় ।।
কলিজা রয়েছে ডাইনে, বামে ফুসফুস, সবেই জানে
দিল রইয়াছে মধ্যস্থানে, মানুষের দেহায়
কলিজাতে শাহ আলি, গুরদাতে আক্কেল আলী
ফুসফুসে রাগের থলি, শয়তানে বেড়ায় ।।
ছয় জনের সঙ্গে বসে, তাস খেলে স্থূল দেশে
একজনা রয় কাছে বসে, হিসাব নিবার দায়
ডাকিছে দমের ভৃন্তি, একুশ হাজার ছয়শো গন্তি
কাবার করে কড়া ক্রান্তি, চব্বিশ ঘন্টায় ।।
কহি যদি এসব কাণ্ড, ফেটে যাবে হৃদয় পিণ্ড
ছেড়ে দিবে দেহ ভাণ্ড, জোড়ায় জোড়ায়
জালাল উদ্দীন ভেবে কয়, ভাণ্ডেতে ব্রহ্মাণ্ড রয়
তালাশেতে পরিচয় করলো সাধুরায় ।।