জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪০২

হারাইয়া তালাশ করি প্রাণ বন্ধু আমার
ও দিল বেকারার, খুজিয়া সে ফিরি সইগো, বন্ধুরে আমার ।।
সখিরে, পাইয়াছিলাম অমূল্য ধন, সময়ে না করলাম যতন
সেই ধনের তুলনা নাইরে জগৎ মাঝে আর
যাবার কালে গেলো কইয়া, সেই অবধি আছি বইয়া
আজ পাবো কাল পাবো বলে, দরশন তারও ।।
সখিরে, জানিনা যে এমন হবে, প্রেম বাড়াইয়া ভুইল্যা রবে
না ছাড়িতাম তবে রে মুই চরণ তাহার
কূল নাহিরে প্রেম দরিয়া, কূলমান তায় গেলো ভাসিয়া
সুধার আশে গরল খাইয়া কলিজা অঙ্গার ও ।।
সখিরে, পবনে দরিয়া পাগল, ফাগুনেতে ফুল
বরষাতে নদীরে পাগল, ভাঙ্গে আপন কূল
পুড়িয়া তার প্রেম জ্বালায়, চাতকিনী পানি চায়
জালাল বলে আকাশ কূলে মেঘেও দেয় সাঁতার ও ।।