কেমন করে কোথা হতে চলে এলেম এই জগতে
পারলাম না সেই খবর নিতে, বিন্দুমাত্র কিছুই তাহার ।।
জীবন নদে জলের স্রোতে, ভেসে রইলাম অনিবার
স্রষ্টা কিম্বা সৃষ্টি তত্ব, কিছুই বোঝা গেলোনা আর
কোন প্রবাহের স্রোতে গিয়া, যাইতে হবে যোগ মিশিয়া
কোন মরুতে ঝরবো আবার, আকাশ বেয়ে বারিধার ।।
দীর্ঘ জীবন লয়ে আমি রইলাম তোমার অনুগত
ধ্যানের ছবি জ্ঞান বিচারে, হয়েছি আজ মর্মাহত
যত উপায় খুজে বেড়াই, মনের সাথে করছি লড়াই
ভাবি যাহা হলোনা তাই, চিন্তা রাজ্যের কূলকিনারা ।।
ঘুচিলোনা মনের ধান্ধা, চিরকালের দ্বন্দ্ব যত
অবিশ্বাসের ছায়তলে, এগিয়ে এলেম ক্রমাগত
একটুমাত্র খেলোনা ধোকা, দিনে দিনেই হলেম বোকা
জালাল কয় ঠেকছি একা, হইতে হবে সাগর পার ।।