প্রেম পাথারে যে সাঁতারে, তার মরণের ভয় কি আর
খোদা নিজের মহব্বতে, অকূলে হয় কর্ণধার ।।
জীবনটা নেও আশার ভরে, অবিশ্বাসে যাইসনা ফিরে
এমন একদিন হইতে পারে, তোমার সঙ্গে দেখা তার
তা নাহলে বন জঙ্গলে, কেন মানুষ গাছের তলে
পড়ে আছে সকল ফেলে, সংসার ভেবে কারাগার ।।
যৌবন বসন্ত নিশায়, কাটাইলে তুই সুখনিদ্রায়
মধু খেয়ে ফুল বাগিচায়, করছো কত রং বিহার
সবেই এখন ভুলে গিয়া, পড়ে থাকো চুপ করিয়া
এবাদতের আমল নিয়া, ধ্যান রাখিয়া যাও তাহার ।।
সব কিছু মন তার উপরে, যেজনায় মন নির্ভর করে
কষ্ট নাই তার এ সংসারে, নিজেই করে নেয় উদ্ধার
দোটানা ভাব ছেড়ে দিলে, এক নামেরই আশ্রয় নিলে
ঘুরবেনা আর খালে বিলে, মুর্শিদের নাম করো সার ।।
হায়াত মউত রিযক দৌলত, খোদার কাছেই আমানত
খাটেনা তার কোনো হেকমত, চেষ্টা করলে শতবার
সন্দেহ বিশ্বাসের মাঝে, পৃথিবীতে যে বিরাজে
সার হবেনা কোনো কাজে, জালাল উদ্দীন কহে সার ।।