নৌকা আমার ভাসবে যেদিন, সেদিন কি আর যাবো কয়ে
অকূল দইরার দৃশ্য হেরি, এক ধ্যানেতে রবো চেয়ে ।।
কৌসরের পানি দিয়া, মনের মতো স্নান করিয়া
শুভ্র বসন পড়ে নিয়া, আগে আগে চলবো ধেয়ে ।।
অজানা কোন অচিন দেশে, যাবে তরী ভেসে ভেসে
বন্ধুরা সব ধারে এসে রইবে চির বিদায় লয়ে ।।
কোন আকাশের কোন সুদূরে, গান শুনিয়া শিরিন সুরে
উঠবো আমি ঘুরে ঘুরে, বেহেশতের ঐ সিড়ি বেয়ে ।।
চক্ষু থুইয়া হবো অন্ধ, জালালি হাওয়া বন্ধ
শুনবোনা কার ভালো মন্দ, কত কিছুই যাবে কয়ে ।।