সুরমাই নদীর পারে রে বন্ধু, ধিরাই সুতের ধারে
মাঝে মাঝে দেখা দিয়া, নয়ন কেন ঠারো রে
সুরমাই নদীর পাড়ে বন্ধুরে ।।
তুমি না থাকোরে বন্ধু, আকাশের ওপারে
কেমনে জানি বাজাও বাঁশি, খাসিয়া বনের আড়ে রে ।।
পরের সঙ্গে নেওয়া দেওয়া, থাকি পরের ঘরে
কত কষ্ট সইয়া রইলাম, সারা জীবন ভরে রে ।।
সবাই আছে সুখি হইয়া, বসে যার তার ঘরে
খুশী মনে বিদায় দিয়া, আমি অভাগিনীরে ।।
আমার জন্য কেঁদোনা কেউ, কহি মা বাপেরে
আবার এসে দিবো দেখা, জন্ম জন্মান্তরে রে ।।