মন বেহুদা খোদা বলে ডাকছো কারে
খুদি ছেড়ে খোদা হয়না, ফুলে হয় ফল যে প্রকারে ।।
ফল শাখা পত্র ফুল, চারযোগে এই তরুকুল
যার তার জাতি প্রকৃতি মূল, নিজকে নিজে চিনলে নারে ।।
চার যুগেতে নিরঞ্জনে, মিশিয়া চার রঙ্গের সনে
রঙ্গে রঙ্গে রয় গোপনে, এ বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে ।।
রবি হইতে হইলো শশী, প্রকাশিতে দিবানিশি
পৃথিবী পড়িলো খসি, আলোকে আর অন্ধকারে ।।
মিষ্টি লুকায় চিনিতে, পারলামনা তাই চিনিতে
খণ্ডভাব এই পৃথিবীতে, গোল বাধাইলো ঘরে ঘরে ।।
যে সময় আর কেউ ছিলোনা, কে জানে তার ঠিক ঠিকানা
জালাল কহে আর খুজিস না, সমুজ নে তোর আপনারে ।।