অবলা মরিবো পরাণে গো বেদনি সই
সহেনা সহেনা জীবনে ।।
জাতি কূল যৌবন দিলাম, কালিয়ার চরণে
মন নিয়ে বৈদেশী হইলো, পুড়ি রাত্রদিনে গো ।।
অন্তরে বিচ্ছেদের শ্মশান, লোকে আর না জানে
কোকিলেরই মধুর ধ্বনি বিষ লাগে মোর কানে গো ।।
থাকতে আছি পরের অধীন, সুখ শান্তি নাই মনে
মন পরাণ বান্ধা আছে, বন্ধুয়া যেখানে গো ।।
সোনার তনু হইলো সারা, তুষের আগুনে
জালালে কয় আশা নাই আর, দেখিতাম নয়নে গো ।।