জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৯০

সময় শূণ্যে আল্লা বলতে বাধা কিবা আছে তায়
নিরাকার বলিতে গিয়া, আর কিছু না পাওয়া যায় ।।
মানুষ করে যে ধারণা, আকার ছাড়া কিছুই হয়না
সবের মধ্যে রুপ বর্ণনা, অল্পবিস্তর দেখা যায় ।।
বাইবেলে কয় ঈসার পিতা, কোরাণে কয় দোস্ত মিতা
বেদান্তের বটের পাতা, জলের উপর ঢেউ খেলায় ।।
যত কথায় আকার দেখি, সবই হবে মিথ্যা ফাঁকি
আসল জানতে রইলো বাকী,গোপন যারা দুনিয়ায় ।।
জালালে কয় আকার ছাড়, নিরাকারের নিরিখ ধর
আমরা সবাই পথ ভুলে আজ, পড়ে আছি ঘোর মিছায় ।।