জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫০৫

আল্লাহু নাম দিলের মধ্যে রাত্রদিনে ওঠে যার
প্রেম তরঙ্গে ভাঙ্গিয়া নেয় শরীয়তের সব দুয়ার ।।
পীর তুয়াজ্জু নিলে পরে, দিলেতে রওশন জ্বলে
শানে বরজক নূর তাজাল্লি, গোপন তালা যায় খুলে
মন তুমি রয়েছো ভুলে, দাউনে ধর মস্তফার ।।
রাইতে দিনে যার কারণে মনটা থাকে উচ্ছৃঙ্খল
কইতে গেলে সেই সব কথা, লোকে মোরে কয় পাগল
জিন্দেগানী হইলো বিফল, পাইনা কূল কিনার ।।
লোভের বশে হেসে হেসে, করলাম কত নাফরমানি
খোলা দিলে মাফ চাহি আজ, খোদার কাছে হার মানি
পাষণ্ড করিয়া পানি, ঘুচাইয়া নেও অন্ধকার ।।
কস্তুরী হরিণের মতো বিশ্বকানন জুড়িয়া
আমারই নাভির গন্ধে ফিরিতেছি খুজিয়া
মোর জালালী রুপ চাহিয়া, প্রম সাগরে দেই সাঁতার ।।