নূতন নূতন রং চড়াইয়া, করো ভঙ্গিমা, বন্ধু রঙ্গিলা রে
কতই না রঙ্গের খেলা তুমি জানো ।।
বন্ধুরে, আদমের ছুরতে গেলা বেহেস্তখানায়
হাওয়ার প্রেমে গন্ধম খাইয়া, আইলা দুনিয়ায় বন্ধু ।।
বন্ধুরে, নুহ নামে এসে তুমি কিস্তি বান্ধিলা
আলমে আওলাদ যত, বাঁচাইয়া রাখিলা বন্ধু ।।
বন্ধুরে, মূসা রুপে এসে তুমি, কোহে তুরে গিয়া
নিজ রুপ নেহারিতে পাহাড় পুড়ে দিলা বন্ধু ।।
বন্ধুরে, ঈসা রুপে এসে তুমি, বেগর বাপেতে
শিষ্যের হাতে প্রাণ ত্যাজিলা, চড়িয়া শূলেতে বন্ধু ।।
বন্ধুরে, মোহাম্মদ বেশে আইলা, লইয়া কোরাণ
বুৎ পরস্তি উঠাইলা, করলা মুসলমান বন্ধু ।।
বন্ধুরে, কত রঙ্গে এসে তুমি দেখাইছো শান
শক্তি নাই বুঝিতে কারো, জিন আর ইনছান বন্ধু ।।
বন্ধুরে, চিনিলাম জানিলাম শুধু নানা রঙ্গই ধরে
জালালি ভঙ্গিমা ধরে, নানান দেশে ঘোরো বন্ধু ।।