দেহ রাজ্যে রাজা প্রজা কই থাকে মন জানোনি রে
যে দেশেতে বাস করে যাও শান্তি মতে জীবন ভরে ।।
জেলায় মহকুমা থানা, আদালত ফৌজদারী
হাকিমে করিছে বিচার আইনের অনুসারী
অপরাধ নাই ছাড়াছাড়ি, আটক রাখে জেলের ঘরে ।।
আঠারো মোকাম দেহে চৌদ্দ ভুবন রয়
নিমিষেতে ঘরের মানুষ সকল খবর লয়
সাগর গিরি নদনদী বয়, চান সুরুজ আকাশে ঘোরে ।।
মগজেরই উর্দ্ধভাগে রাজার হয় বসতি
নাভির নীচে আছে জানো, প্রজাদের স্থিতি
নাসিকাতে পবন মন্ত্রী, চলাফেরা সদায় করে রে ।।
পরমাত্মা নিজে নির্গুণ, গুণে লিপ্ত নয়
নির্লিপ্ত ভাবেতে সদা সবের মাঝে রয়
পর ব্রহ্মে হইবে লয় ব্রহ্ম অণ্ডে রয় স্বাকারে ।।
জালালের এই ঘটে আইলো কোন কথার লাগিয়া
সারা জীবন গান গাইলো, বেভুলের ভাব নিয়া
কত কষ্ট গেলো সইয়া, কিছুই না তার মনেতে পড়ে ।।