সংসারে আসিয়া নাচিয়া হাসিয়া
জালালী গান গেয়েছি ।।
একতারা দোতারা আর ঘুঘুরা পাঞ্জুরি
ফাক বুঝে মান কাটাইলাম, হাতে লই খঞ্জুরি
তাতালায় বেতালা ধরে, খেমটা ঝুমুর আটকা পড়ে
সুর তাল সব হারায়ে গেছি ।।
সেতার সারিঙ্গি লইয়া তবলা পাখোয়াজ
পিয়ানো জলতরঙ্গ, বেহালা এসরাজ
শিঙ্গা সানাইর মধুর আওয়াজ
কোনটাতে সুর মিলাইবো, তাই ভাবতেছি ।।
বাগেশ্রী ভূপালী খাম্বাজ, ঠুংরি আর ধামাল
ধীরে ধীরে বাজে মন্দিরা করতাল
এমন ব্রহ্মরুদ্র তাল, কাশ্মীরা কাওয়াল
সামাল সামাল কয়ে বসে আছি ।।
পূরবী ভৈরবী ললিত বেহাগ মুলতানি
দীপকেতে আগুন ওঠে, মেঘ রাগে পানি
তিন তারেতে জোড়া, ভিতরে তানপুরা
হেলা করে দূরে ফেলে দিয়েছি ।।
যোগী ঋষি ব্রহ্মচারী, সন্ন্যাসী বিরাগী
ফকীর দরবেশ কলকিওয়ালা, কত অনুরাগী
এত পঞ্চরসের মেলে, পড়িয়া গোলমালে
দিশেহারা আজ হইয়া গেছি ।।