আমার এই সাধের পিঞ্জর শূণ্য করে
মন পাখি তুই যাইসনা উড়ে ।।
তুইরে সাধনের পাখি, তোমায় ডাকি
আঁখি মেলে দেখনা মোরে
একদিন তোরে দেখতে না পাই, খুজে বেড়াই
কোথায় আছো কেমন করে ।।
তুমি যথায় আমি তথায়, লোকের কথায়
শুনতে আছো জগৎ ভরে
তবে কেন দেওনা দেখা, একা একা
রইয়া গেলাম জনম ভরে ।।
তোমার লাগি কাঁদিছে মন, রই উচাটন
দিবানিশি দেখলাম ঘুরে
থাকতে তুমি দেখা দিয়ো, কইয়া যাইয়ো
কোনদিন আমায় যাবে ছেড়ে ।।
জালাল উদ্দীন তোর ভাবনায় জীবন কাটায়
পাবো কি আর জন্মান্তরে
তোমার স্থিতি হলে সত্য, সেই মাহাত্ম্য
উদয় করো ধ্বনির ঘরে ।।