জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪০০

প্রেমের পূজায় কোনদিন আমায় দিবে নিয়া বলিরে
নিঠুর বনমালি, সুখের কপালে দিলাম ছালি ।।
বন্ধুরে, আমার ভাগ্যে সুখ লিখিতে, কলমে নাই তোর কালি
সারা জীবন দুঃখ সইলাম, শুইন্যা গালাগালি রে ।।
বন্ধুরে, তোমারই বাগানের মায়ায়, কতই না জল ঢালি
ফুল পাতা নাই গাছের আগায়, দোষী হইলাম খালি রে ।।
বন্ধুরে, চেলা মলা দেইখ্যারে কত, মাছের ফালাফালি
তলা ভাঙা চুপড়া লইয়া, বাইলাম ঠেলা জালি রে ।।
বন্ধুরে, চক্ষু অন্ধ, বাক্যরে বন্ধ, কানে মারবে তালি
তার আগেতে পাইতাম তোরে, শেষের কথা বলি রে ।।