জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৩৮

কোথায় বা সে জন, জানেনা কোন জন
সৃজন মরণ যে করে ।।
গহীন গম্ভীর নদী, খুজিয়া নিরবধি
পাহাড় জঙ্গল কত শূণ্য বালুচরে ।।
মক্কা কাশী মদীনায়, কই গেলে পাওয়া যায়
আকুল পরাণি হায়, দেখিতে তারে ।।
কোন দেশে থাকিয়া, জননীর উদরে গিয়া
এমন সুন্দর কায়া তৈরী করে
ঘটে ঘটে গিয়া, চৈতন্য করিয়া
নিত্য নূতন সাজাইয়া আনে সংসারে ।।
কোথায় বা থেকে, সকলেরে দেখে
ভাল মন্দ দোষগুণ বিচার করে
আমাতে সে রহে যদি, কেন হবো অপরাধী
রিপুর বাসা দিলো বাধি দেহের ভিতরে ।।
জালালের মনে জীবনে মরণে
সদায় রয়েছো যখন আনন্দে ভরে
ঘুমেতে রাখিও আর না আসিও
অবসর দিয়ে দিয়ো জন্ম অস্তরে ।।