জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৫১

তোমার জগৎ বীণায় যে সুর বাজে
তার কাছে কী গাইবো আমি গান
আমার যা গান গাইতে পারা, সেও তো তোমার দান ।।
যে সুর ফোটে লতায় পাতায়, আকাশ আলো চাঁদ সেতারায়
তুমি গভীর হতে গভীর হয়ে বাজায়ো সেই তান ।।
তোমার বিশ্বকুসুম গানে গানে, ফুটছে কেবল প্রাণের টানে
তুমি আপনা হতে আপন হয়ে বাড়ায়ো তার মান ।।
খুজতে গিয়া তোমার সঙ্গ, দেখি সবখানেতেই তোমার অঙ্গ
রঙ্গে রঙ্গে রং সাগরে করছো তুমি ছান ।।
আমার অন্ধ আঁখির অলীক অলি, ভ্রমি ফিরে ভ্রান্ত গলি
মন মথুরায় মনের কলির, জালাল পায়না তো সন্ধান ।।