কায়া ছাড়ে, মরে নারে, ওলী আল্লা যতজন
লোকের কাছে লুকি দিয়ে দেখিতেছি ত্রিভুবন ।।
শেখুল হিন্দে ধর্ম প্রচার, করতে এলেন লক্ষ হাজার
বুআলী শাহ কলন্দার, দিয়ে গেছেন নিরুপন ।।
শাহ সুলতান কমরুদ্দীন, শাহ কামাল শামসুদ্দীন
মজলিশ আমিন শাহ আরফিন, শাহ জালালের সঙ্গীগণ ।।
গাজী কালু জিন্দা মাদার, শাহ মোস্তফা, রুকন আনছার
গেছু দারাজ, শহীদ ইয়ার, বুরহান উদ্দিন, চেরাগ রওশন ।।
বদর উদ্দিন, খোয়াজ বুড়া, মদন, পরাণ, এলো তারা
জালাল উদ্দিন জনম ভরা, দয়া পেতে আকিঞ্চন ।।