জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৭৫

পঞ্চ আত্মা ছয় রিপু আর, অষ্ট শক্তি আছে এই ঘরে
দিন ফুরালে কেউ কারো না, যার তার মতে যাবে ছেড়ে ।।
পাঁচ পাঁচা পঁচিশের ঘরে, তত্ব চব্বিশ রয়
বাহির ভিতর দশ ইন্দ্রিয় আগেই জন্ম লয়
মনের পাছে জ্ঞানের উদয়, হইতেছে এই ভবপুরে ।।
যৌবনেতে মদনা আসে কুচিন্তাকে লইয়া
বিবেক বুদ্ধি গতি রোধে, চৈতন্যের সাথ নিয়া
সংসারী কাজ নেয় সারিয়া, বিধিমতে শক্তির জোরে ।।
চৌষট্টি জেলার মধ্যে আঠারো মোকাম
নিত্য লীলা মধ্যস্থানে চলছে অবিরাম
জপ করে নেয় নিজেরই নাম, অজপা সেই দুই অক্ষরে ।।
প্রাণ অপানে উদ্যান বাগান, সমান লইয়া সাথে
কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্যেতে
বিলাসিতায় শয্যা পেতে জালালকে আর চিনলোনা রে ।।