জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২০২

গোকুলে হইলাম কলঙ্কিনী গো প্রাণ সজনী
হইলাম রে গোকুলে কলঙ্কিনী ।।
সখিরে, পীরিতে কলিজা পোড়ে, নয়নে বয় পানি
বন্ধু বিনে এই জগতে কারে নাহি চিনি গো প্রাণ সজনী ।।
সখিরে, পাড়া পড়শী সব বিবাদী, কতই মন্দ শুনি
কুল নষ্টারে দেখলে লোকে করে কানাকানি গো প্রাণ সজনী ।।
সখিরে, অন্ধকারে চাঁদের আলো, সর্পের মাথায় মণি
হারাইয়ে তালাশ করি, আগে নাহি জানি গো প্রাণ সজনী ।।
সখিরে, জালালের মরণকালে মুখে দিসনে পানি
কাল শমনের সঙ্গে যখন লাগবে টানাটানি গো প্রাণ সজনী ।।